ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

চারা বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:১৫ এএম

ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা বন বিভাগের সহযোগিতায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে গাছ রোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেকের উচিত প্রতিবছর কমপক্ষে দুটি করে চারা রোপণ করা। গাছ আমাদের দেয় অতি মূল্যবান অক্সিজেন ও গাছ গ্রহণ করে আমাদের থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, গাছ রোপণ করে গাছের প্রতি যতœবান হতে হবে। কর্মসূচির উদ্বোধন করেন মো. শামছ-ই-তাবরীজ রায়হান। এ সময় উপস্থিত ছিলেনÑ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামছুল হক, মো. হাবিবুল্লাহ, ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।