চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের দরিদ্র কৃষক জালাল উদ্দীনের পেয়ারাগাছ কেটে দেওয়ার ঘটনায় প্রধান আসামি আলমগীর হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আলমগীর হোসেন হরিহরনগর গ্রামের নতুন মসজিদপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে। জানা গেছে, গত ১ নভেম্বর রাতে জালাল উদ্দীনের ২৫ কাঠা জমির পেয়ারাগাছ কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেনকে প্রধান আসামি করে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ছাড়া আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আলমগীর হোসেনের সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দীনের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে।

