ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

প্রশিক্ষণ কর্মসূচি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:০৪ এএম

মাদারীপুরে প্রশিকার আয়োজনে নারীর দক্ষতা উন্নয়নে ট্রেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে রকেটবিড়ি প্রশিকার নিজ ভবনে তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ^জিৎ বৈদ্য (নাদিম)। এ সময় তিনি বলেন, ‘নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরিহার্য। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।’ প্রশিকা ঢাকা কার্যালয়ের মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অ্যাড. শারমিন জাহানের সভাপতিত্বে ও বিভাগীয় ব্যবস্থাপক সায়মা আঞ্জুমান মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিকা ঢাকা কার্যালয়ের মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যাসেট সাইদুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক কাজী কামাল উদ্দিন, শিব সংকর শাহা, ডেইজী আফরোজ, লক্ষণ চন্দ্র দাস প্রশিক্ষণার্থীসহ অন্যরা।