ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পাঁচ নেতা বহিষ্কার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:০৬ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরণ), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ নিশ্চিত করেছেন। বহিষ্কারের বিষয়টি জানার পরপরই ইঞ্জিনিয়ার ইকবাল সমর্থকরা আনন্দ মিছিল বের করে।