ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী,পুরুষ ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
আটকদের মধ্যে,সাতজন নারী,সাতজন পুরুষ ও চারজন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর-৫৮বিজিবি উপজেলার বাঘাডাঙ্গা, খোশালপুর,বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে নারী,পুরুষ ও শিশুসহ ১৮ জন বাংলাদেশিকে আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন,আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মো ঃ আজাদ
মহেশপুর,ঝিনাইদহ
০১৭১৬-৩৩৯৩২২
০১৬১১-৫৫৯৪৬১

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন