ঝালকাঠির নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামসহ শিক্ষা, কৃষি, মৎস্য, সড়ক ও জনপথ, তথ্য, এলজিইডি ও বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। শুরুতে সবাই নিজেদের দপ্তর ও দায়িত্ব তুলে ধরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পরিচিত হন। সভায় ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে একটি বিশেষ প্রেজেন্টেশন দেন সহকারী কমিশনার স্বর্ণা সুলতানা জেনি। তিনি জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্ভাবনাময় খাত ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন