মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামারের ফাঁসির রায় ঘোষণার খবরে চাঁপাইনবাবগঞ্জে জুলাই যোদ্ধারা আনন্দ মিছিল করেছে। গত সোমবার বিকেলে জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মো. নূর-এ আসিক তানভীর, মো. সিরাজি, মো. মাহিন খান, মো. মানাজির, মো. সাব্বির আহমেদ, মো. দিপ্ত এবং মো. আলবাশরি সোহানসহ অন্যরা। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকার রঙের ফিতা মাথায় বেঁধে এবং হাতে লাঠি নিয়ে উল্লাস প্রকাশ করে। তাদের গলায় ছিল বিভিন্ন স্লোগান, যা সম্প্রতি সাবেক সরকারের বিরুদ্ধে। মিছিল শেষে উপস্থিত জুলাই যোদ্ধারা জানান, তারা দেশে ব্যাপক জুলুম-নির্যাতন চালানোর দায়ে পলাতক শেখ হাসিনা সরকারের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। তারা মনে করেন, এটি তাদের আন্দোলনের একটি চূড়ান্ত বিজয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন