ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বৃদ্ধের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০১:৫০ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (মানুপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানায় পরিবার। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ৭টার দিকে সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান শফিকুল, এরপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকায় একটি পুকুরে অজ্ঞাত মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহত শফিকুল ইসলামের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করে।