ফেনীর সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের উদয়ন বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উদয়ন বিদ্যানিকেতন বিদ্যালয়ের সভাপতি ডা. আবুল কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উদয়ন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা জাহেদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদয়ন বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক হিমাংশু চন্দ্র দাস। উদয়ন বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সোনাগাজী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রহিম উল্যাহ চৌধুরী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সোনাগাজী উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম রিয়াদ।

