ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ভয়াবহ অগ্নিকাণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:০৭ এএম

বগুড়ার ধুনটে ১০ ঘণ্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে উপজেলার গোসাইবাড়ী  ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে শাহ আলীর বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এর প্রায় ১০ ঘণ্টা আগে ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে একই উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাঁটা গ্রামের পল্লি চিকিৎসক মৃত আবুল হোসেনের তিন ছেলে সাইদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানার বাড়িতেও ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই অগ্নিকা-ে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে গোসাইবাড়ী  ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে শাহ আলীর বাড়িতে এ অগ্নিকা-ে বসতবাড়ি ও গোয়ালঘর ভস্মীভূত হয়ে ৩টি গরুর আংশিক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২টার সময়  হঠাৎ করে পশ্চিম গুয়াডহরী গ্রামের শাহ আলীর গোয়াল ঘরে অগ্নিকা- ঘটে।