ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:১৩ এএম

কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ৫ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং ঢাকা-চট্টগ্রাম সুয়াগাজী নগরীর চকবাজার হয়ে নগরীতে এসে শেষ হয়।

কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজী দ্বীন মোহাম্মদ।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগর আমির এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামি আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মরদ মোল্লা, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখ।