ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

লিফলেট বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:০৮ এএম

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিনের পথসভা ও লিফলেট  বিতরণ অনুষ্ঠানে জনতার ঢল নেমেছে। লিফলেট বিতরণের আগে বিএনপির একাংশ মতিন সমর্থক ও নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে এ দৃশ্য দেখা গেছে। বিএনপিপ্রেমী নেতাকর্মীদের প্রায় তিন হাজার মোটরসাইকেল শোডাউন ও পথসভায় অংশগ্রহণ করেন। পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের’ প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাই বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। লিফলেট বিতরণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার রক্ষার রূপরেখা।’