ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বীজ ও সার বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:১৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে উফশী বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ২০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ দেওয়া হয়েছে। এ ছাড়া ৮০০ কৃষকের মাঝে (উফশী) প্রত্যেককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা অনুষ্ঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসি রাবেয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলেক হোসেন, মো. মোস্তাফিজুর রহমান এবং মো. মশিউর রহমান প্রমুখ।