ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ইয়ানসেনের ৬ উইকেট

গোয়াহাটি টেস্টে বিপদে ভারত

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৫৪ এএম

কলকাতা টেস্টে হারের পর এবার গোয়াহাটি টেস্টে বিপদে স্বাগতিক ভারত। গোয়াহাটিতে ভারতের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেখানকার ব্যাটিং উইকেটে মার্কো ইয়ানসেনের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়েছে ভারত। ফলে ২৮৮ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষ সেশনে ৪৮৯ রানে অলআউট হয়েছিল। তবে ভারতকে ফলোঅন করায়নি দক্ষিণ আফ্রিকা। গতকাল তৃতীয় দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৬ রান করে প্রোটিয়ারা।

৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। সেটি ভাঙেন কেশব মহারাজ। ২২ রান করে বিদায় নেন তিনি। ৫৮ রান করে বিদায় নেন জয়সওয়াল। দলীয় ৯৫ রানে কাটা পড়েন তিনি হার্মারের বলে। দলের বোর্ডে এক রান যোগ হতেই হার্মার ফিরিয়ে দেন সাই সুদর্শনকেও। পতন হয় তৃতীয় উইকেটের। জয়সওয়ালের আউট থেকেই মূলত শুরু হয় ভারতের ব্যাটিং ধস। ২৭ রানের ভেতর হারায় ৬ উইকেট। ৯৫ রানে ২ উইকেট থকে ৭ উইকেট হারায় ১২২ রানে। এই ৪ উইকেটের ৩টি নেন মার্কো জানসেন। ধ্রুব জুরেল, রিশাভ পান্ত (৭) ও নিতিশ কুমার রেড্ডি (১০), রবীন্দ্র জাদেজা (৬) দ্রুত সাজঘরে ফিরলে ১২২ রানে পতন হয় ৭ উইকেটের। ৪ ব্যাটারকেই শিকার করেন জানসেন। এরপর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব গড়েন ৭২ রানের জুটি। অনেক ধৈর্যের পরিচয় দেন দুজনই। অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতেই ৪৮ রানে আউট হন সুন্দর হার্মারের বলে দলীয় ১৯৪ রানে। ১৯৪ রানে ৮ উইকেট হারানো ভারতের বাকি দুই উইকেট তুলে নিয়ে ফাইফারসহ ৬ উইকেট পান পেসার ইয়ানসেন। ১৯ রানে থাকা কুলদীপ ও ৫ রানে থাকা বুমরাহকে শিকার করেন তিনি। ২০১ রানে অলআউট হয় ভারত। ফলে ২৮৮ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা। সফরকারীদের ইয়ানসেন সর্বোচ্চ ৬ উইকেট পেয়েছেন। সিমন হার্মার ৩টি ও ১ উইকেট পান কেশব মহারাজ।