ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিদায় বরণ সংবর্ধনা

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:১৯ এএম

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নলকা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের বদলিজনিত বিদায় এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীমা সুলতানার যোগদান উপলক্ষে বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নলকা ক্লাস্টার প্রাথমিক শিক্ষকদের আয়োজনে দাদপুর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্যে আবেগাপ্লুত হন শিক্ষকগণ এবং সদ্য যোগদানকৃত কর্মকর্তা শামীমা সুলতানাকে সাধুবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।