লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করা হয়েছে। গত রোববার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ রায় দেন। পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ইকোনো বাস থেকে তাদের আটক করা হয়। কারাদ-ের সঙ্গে বিভিন্ন পরিমাণ অর্থদ-ও দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, কারাদ-প্রাপ্তরা হলো- বাঞ্চানগরের মো. কামরুল পাটোয়ারী (৩৮) এক বছর কারাদ- ও ৫০০ টাকা জরিমানা, শাহ আহম্মদের ছেলে মোক্তার হোসেন রনি (২৯) সাত দিনের কারাদ- ও ১০০ টাকা জরিমানা, কুমিল্লার মো. মাহমুদুল হক (৪০) তিন মাস বিনাশ্রম কারাদ- ও ১৪০ টাকা জরিমানা, দক্ষিণ মজুপুরের আবুল হাসনাত (৩৬)- তিন মাস কারাদ- ও ৫০০ টাকা জরিমানা, দত্তপাড়া ইউনিয়নের মো. লিটন (২৭) ছয় মাস বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন