নরসিংদীর বেলাবতে ২০২৫-২৬ অর্থ বছরের উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বাইসাইকেল এবং দারিদ্র্য যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে বাইসাইকেল ২০টি, স্কুল ব্যাগ ৩০০টি ও
দারিদ্র্য যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন ৩০টি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ তৌফিকী কাইয়ুম আফ্রাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন