আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কর্নেল অব. আনোয়ারুল আজিমের কন্যা বিএনপি মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলা মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এ আসনের বিভিন্ন এলাকায় বিশাল মোটরসাইকেলসহ নানান যানবাহন নিয়ে এক বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে জনপ্রিয়তার শক্তি জানান দেন।
সামিরা আজিম দোলা লাকসাম-মনোহরগঞ্জে আসার খবর পেয়ে এ আসনে চর্তুরদিক থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ফয়েজগঞ্জ পেট্রোল পাম্প এলাকায় জড়ো হতে থাকে। পরে দোলাকে নিয়ে বিকেল ৪টা থেকে এক বিশাল মোটরসাইকেলসহ নানান যানবাহন নিয়ে বের হয়ে লাকসাম পৌরএলাকার বিভিন্ন ওয়ার্ড, উপজেলার উত্তরদা, আজগরা ইউপি হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, লক্ষণপুর, সরশপুর, বাইশগাঁও, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ ইউপির বিভিন্ন অলিগলি-হাটবাজারের ওপর দিয়ে নিজবাড়ি শরিফপুরে পৌঁছেন।
উল্লেখ্য, দীর্ঘ ২ কি.মি.জুড়ে এ বিশাল মোটরসাইকেল র্যালিটি এ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলা নিজেই নেতৃত্ব দেন। র্যালি শেষে নিজ বাসভবনের পাশে মসজিদ মাঠে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে ধানের শীষে ভোট দিন। একটি দল বিতর্ক সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। দলের ভেতরে ঐক্য নষ্ট হয় এমন কাজ করা যাবে না। বিএনপি সরকার গঠন করলে, এ অঞ্চলের সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।
এ সময় লাকসাম পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক হাজি জসিম উদ্দিন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, বিএনপি নেতা চেয়ারম্যান আ. হাই, মনিরুজ্জামান, ইসমাইল হোসেন, মাইন উদ্দীন, দিদার হোসেন, খাজা আহমেদ, চেয়ারম্যান শরিফ হোসেন, মঞ্জুরুল আলম বাচ্চু, কাজী মোশারফ হোসেন, জহিরুল ইসলাম, সুমন পাটোয়ারী, যুবদল নেতা জাহিদ হোসেন, খায়রুজ্জামান সাগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

