ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মার্কেট নির্মাণকালে বিদ্যুৎ স্পর্শে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৩৪ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অবৈধভাবে স্থাপনা করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে সজল (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত এবং আরও একজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত সজল পাবনার সাঁথিয়ার আমাইখোলা এলাকার বাতেনের ছেলে। তবে আহত ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি। গত রোববার রাতে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা-সিলেটে  মহাসড়কের  অধিগ্রহণকৃত জমিতে পাঁচরুখী গ্রামের মোসলেমের ছেলে মো. জসিম পল্লী বিদ্যুতের ৩৩০০০ কেভির তিনটি সঞ্চালন লাইনের নিচে বহুতল ভবনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎতের তারের সঙ্গে লোহার স্পর্শ হওয়ায় বিদ্যুতায়িত হন সজল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নির্মাণাধীন ভবনের মালিক জসিমের ছেলে শান্ত জানান, এটা আমাদের জমি। এ জমি অধিগ্রহণ হয় নাই। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন খন্দকার বলেন, ঘটননাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে নিহতের লাশ ঘটনাস্থলে পায়নি। তার আগেই চিকিৎসার কথা বলে লাশ সরিয়ে ফেলা হয়েছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়ক ও জনপদ বিভাগের কাঁচপুর অফিসের নির্বাহী প্রকৌশলী অমিত চক্রবর্তী জানান, অধিগ্রহণকৃত জমিতে সীমানা নির্ধারণ করে দিয়েছি। আমরা এ জমিতে কাজ করতে নিষেধ করেছি। জসিম যদি এ জমিতে কোনো স্থাপনা করেন তাহলে এটা অবৈধ হবে। আমাদের জায়গা কোনোক্রমেই দখল করতে দেওয়া হবে না।