মানিকগঞ্জে কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’। গতকাল সোমবার এই সেবার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘কিডনি রোগীদের সবচেয়ে বড় কষ্ট ছিল নিয়মিত ডায়ালাইসিসের জন্য ঢাকায় যাতায়াত করা। এতে সময়, খরচ ও মানসিক চাপসহ নানা দুর্ভোগ পোহাতে হতো রোগীদের। সাধারণ মানুষের সেই ভোগান্তি কমাতেই এবং মানবসেবার কথা ভেবেই আমরা ডায়ালাইসিস সেন্টার চালু করেছি।’
রিতা জানান, প্রথম পর্যায়ে দুটি ডায়ালাইসিস বেড চালু থাকলেও রোগীর চাহিদার কারণে খুব শিগগিরই এটি ১০ বেডে সম্প্রসারণ করা হবে। প্রশিক্ষিত নার্স, টেকনিশিয়ান এবং নেফ্রোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে। গরিব ও অসহায় রোগীদের জন্য থাকবে বিনা মূল্যে সেবার সুযোগ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক ডায়ালাইসিস মেশিন, প্রশিক্ষিত জনবল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে এই সেন্টার। এখন থেকে মানিকগঞ্জের কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের জন্য আর ঢাকায় ছুটতে হবে না, যা চিকিৎসাসেবায় নতুন দিগন্ত তৈরি করবে।
স্থানীয় রোগী ও সচেতন নাগরিকেরা জানান, এ ধরনের বিশেষায়িত সেবা মানিকগঞ্জে চালু হওয়ায় তাদের হাসপাতালমুখী দীর্ঘ যাতায়াত, অতিরিক্ত খরচ এবং মানসিক চাপ অনেকটাই কমে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান, ডা. মামুন চৌধুরী রাজুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

