‘হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর এলাকায় ব্যাবিলন গ্রুপের উদ্যোগে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে নেজামপুর বাজারে আতাউর ট্রেডার্সের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ব্যাবিলন এগ্রিবিজনেসের রাজশাহী অঞ্চলের সেলস ম্যানেজার মিলন আলী, এরিয়া ম্যানেজার মাসুদ পারভেজ রানা, আতাউর ট্রেডার্সের স্বত্বাধিকারী আতাউর রহমান, নেজামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ, নেজামপুর ইউনিয়নের সাবেক ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম, ইউনুস আলীসহ ব্যাবিলন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

