শ্রীলঙ্কার বিপক্ষে এখনো টেস্ট কিংবা টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়তে পারেনি বাংলাদেশ। শুধু ওয়ানডে ক্রিকেটে দুটি সিরিজে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। বর্তমানে শ্রীলঙ্কা সফরে যে তিন ফরম্যাটের ক্রিকেটের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে লাল-সবুজের জার্সিধারীরা, সেখানে কোনো সিরিজেই জয়ের নজির দেখাতে পারেনি তারা। প্রায় এক মাস আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফল শুরু হয়েছিল তাদের। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র হওয়ায় সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩টি টেস্ট সিরিজ খেলে জয় অধরাই থেকে গেল তাদের। এরপর ওয়ানডে সিরিজে কী হলো? একইভাবে সম্ভাবনা জাগল, আর শেষে তা উবে গেল নিমেষেই। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিতে ১৬ রানের জয় পেয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় আবারও সেই হারের গল্পই রচিত হয়। যে কারণে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। এবার টি-টোয়েন্টি সিরিজে আবার বাংলাদেশের সামনে ইতিহাসের হাতছানি। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিততে পারলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে সম্ভাবনা জাগিয়েও সিরিজ জেতা হয়নি। এবার টি-টোয়েন্টিতে হবে কি না, সেটাই দেখার অপেক্ষা।
এ পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে চারটি একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। এর মধ্যে তিনবারই সিরিজ জিতেছে লঙ্কানরা। একবার দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। এবার আরেকটি সিরিজ নিষ্পত্তি হওয়ার পথে। এই সিরিজ শ্রীলঙ্কার অনুকূলে যাবে, নাকি বাংলাদেশের অর্জনের খাতায় নতুন করে নাম উঠবে, তা দেখা যাবে মাঠের লড়াইয়ে। তবে শ্রীলঙ্কা সফরের আজ যে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে বাংলাদেশ, সেটি জয়ে রাঙিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন লিটন-শামীমরা। গত ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ইতিবাচক ব্যাটিং করেছেন শামীম পাটোয়ারী। দীর্ঘদিন ফর্মহীনতায় থাকা টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসও ৭৬ রানের ইনিংস খেলেছেন। বোলিংও হয়েছে প্রত্যাশিত।
সব মিলিয়ে গত ম্যাচে পাওয়া ৮৩ রানের জয়টি বাংলাদেশকে বাড়তি আত্মবিশ^াস দিচ্ছে। আর এটি কাজে লাগিয়ে সিরিজ জয়ের দিকে এগিয়ে যেতে চান লিটনরা। অন্যদিকে, টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের ট্রফিটাও নিজেদের ঘরে রেখে দিতে চাইবে শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচটিতে সর্বোচ্চ নিংড়ে দিয়েই লড়াই করবে লংকানরাÑ মাঠে তাদের এমন মনোভাবই দেখা যেতে পারে। ফলে সিরিজ নির্ধারণী বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অলিখিত ফাইনালেই রূপ নিয়েছে। এই ফাইনালে কারা শেষ হাসি হাসবে, তা আজ দেখা যাবে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।
আপনার মতামত লিখুন :