অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইতিহাসের সেরা বিপিএল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের সময়ে বিপিএলে নতুনত্ব আনা হলেও নানা বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুটি বিপিএলকে সবচেয়ে বেশি সমালোচিত করেছে। গত মৌসুমের তিক্ত অভিজ্ঞতা হওয়ায় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে এবার বেশ সতর্ক বিসিবি। এরই মধ্যে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএল বদলে দেওয়ার মিশন শুরু করে দিয়েছেন। সম্পূর্ণ বিতর্কমুক্ত, গোছানো, সুন্দর ও সফল বিপিএল আয়োজনের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিক, ক্রিকেটার, কোচ, স্পনসর, সাংবাদিক, সমর্থকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করছে বিসিবি।
পুরোনো ব্যর্থতা ও সমালোচনা পেছনে ফেলে বিপিএলকে বিশ^জুড়ে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ^াস দিয়েছেন আমিনুল, মাহবুব আনামরা। গত সোমবার ‘প্লেয়ার্স মাইক’ নামের বিপিএলের জন্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এনামুল হক, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্তদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। গতকাল বিকালে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গেও বিপিএল নিয়ে আলোচনা করা হয়েছে। বিপিএলের নানা অসংগতি তুলে ধরেন সাংবাদিকেরা। তাদের কাছ থেকে অনেক পরামর্শও নেওয়া হয়েছে।
প্রতি বছরই বিপিএল নিয়ে সমালোচনার মুখে পড়ে বিসিবি। প্রতি আসরের আগে নানা আশার বাণী শোনানো হলেও শেষ পর্যন্ত সমালোচনামুক্ত থাকে না দেশের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এক যুগ পেরিয়ে গেলেও বিশ্বদরবারে নিজের জায়গা করে নিতে পারেনি বিপিএল। তবে নিজেদের ভুল শুধরে বিপিএলকে বদলে দেওয়ার মিশনে নেমেছে বিসিবি। সম্প্রতি বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। নতুন দায়িত্ব কাঁধে নিয়েই তিনি জানান, বিপিএলের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করতে সাংবাদিক, খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসর ও সমর্থকদের সঙ্গে বসবেন তারা। কথা অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিয়েছেন বিপিএলের সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তারা। এরই অংশ হিসেবে ১৪ জুলাই মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিকরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খান ও বিসিবির পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন তারা। সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায়Ñ এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা। তারা বিপিএলের নানা অসংগতি তুলে ধরেন।
বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়। তামিমরা পরামর্শ দিয়েছেন, দলের মালিকানা এমন কাউকে দেওয়া হোক, যেন তারা দীর্ঘ সময় ধরে মালিক থাকতে পারে। তাহলে ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা দূর হবে। সাংবাদিকদের সঙ্গেও বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করে গভর্নিং কাউন্সিল। পরবর্তী সময়ে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসরদের সঙ্গেও আলোচনা করবে বিসিবি।