গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। ওই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ।
বুধবার (১৬ জুলাই) পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা ১১টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের।
এদিন এনসিপির গোপালগঞ্জ কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এরপর তারা দুপুরে মাদারীপুরের উদ্দেশে রওনা হবেন।
জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সফরে অংশ নিবেন।
এদিকে কেন্দ্রীয় নেতাদের পথসভা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির গোপালগঞ্জ জেলা কমিটি। এই তরুণ রাজনীতিবিদদের আগমনে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি বড় গণজমায়েত হবে বলে জানান দলটির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল মিয়া। তিনি বলেন, ‘এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন। পথসভা উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি বলে জানান তিনি।’
এদিকে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে এনসিপির পথসভা ঘিরে রাজনৈতিক অঙ্গনে টানটান উত্তেজনা বিরাজ করছে। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
এই পথসভাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পৌর পার্ক ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে একদিকে রাজনৈতিক কৌতূহল, অন্যদিকে অনিশ্চয়তা ও শঙ্কাও কাজ করছে বলে জানা গেছে।