বাংলাদেশের ক্রিকেট ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। মাশরাফি, সাকিব, তামিমদের পরবর্তী সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। এমন সময় পার করেছে শ্রীলঙ্কাও। এমন কঠিন সময় কীভাবে কাটিয়ে উঠতে হবে, সেই পরামর্শ দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। বর্তমানে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে শ্রীলঙ্কা সেই সময় কাটিয়ে উঠেছে। জয়সুরিয়া বলেন, ‘ক্রিকেটাররা কঠিন পরিশ্রম করেছে। আমি আত্মবিশ^াস দেওয়ার চেষ্টা করেছি।
অনুশীলনে কিছুটা ভিন্নতা এনেছি। তারা সব সময়ই ভালো করার জন্য মুখিয়ে ছিল। আমরাই সেরা, আমি এই বিশ্বাসটা তাদের মধ্যে তৈরি করতে সাহায্য করেছি। তাদের স্বাভাবিক খেলাটাই যেন তারা খেলে এবং পাশাপাশি একে অপরের সঙ্গে তাদের চমৎকার একটা বোঝাপড়া হয়েছে। প্রতিটি দলেরই যুগসন্ধিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। একঝাক অভিজ্ঞ ক্রিকেটার বিদায় নেওয়ায় বাংলাদেশও সেই সময় পার করছে। নির্বাচকেরা নতুনদের নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। অনেক সাবেক ক্রিকেটার এই মুহূর্তে বোর্ডের বিভিন্ন দায়িত্বে। তাদের চ্যালেঞ্জটা নিতে হবে এবং আমি আশা করব দ্রুত বাংলাদেশ দল সেটা কাটিয়ে উঠবে।’
লম্বা ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে যেমন শাসন করেছেন জয়সুরিয়া, তেমনি খেলেছেন বাংলাদেশের ঘরোয়া লিগেও। মোহামেডানের হয়ে অনেকবার খেলেছেন তিনি। তাই এখনো সেই টান অনুভব করেন জয়সুরিয়া। লঙ্কান কোচ বলেন, ‘আমি সব সময় ভিন্নভাবে খেলার চেষ্টা করতাম। অ্যাটাকিং ক্রিকেট আমার পছন্দ ছিল। খেলাটা উপভোগ করেছি। এমনকি, আমি যখন বাংলাদেশে ক্লাব ক্রিকেটে খেলেছি, তখনো আমার মতো করেই খেলেছি। বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। তারা আমার খেলার ধরন পছন্দ করত। আমি মোহামেডানের হয়ে খেলেছি। এই ক্লাবের প্রতি সমর্থকদের অনেক ভালোবাসা ছিল।
আমি ক্রিকেট ছেড়ে কোচিং ক্যারিয়ার বেছে নিয়েছি। এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। কারণ এমন অভিজ্ঞতা ছিল না আগে।’ ক্রিকেট ক্যারিয়ার শেষ না করেই সাকিব-মাশরাফিদের রাজনীতিতে যোগ দেওয়ায় অনেক সমালোচনা রয়েছে। রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে আক্ষেপ করলেন জয়সুরিয়াও। ক্রিকেটার থাকা অবস্থায় তিনি হয়েছিলেন এমপি। ২০১৩ থেকে ১৫ দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে স্বীকার করলেন লঙ্কান লিজেন্ড। জয়সুরিয়া বলেন, ‘অন্য ক্রিকেটার রাজনীতিতে এসে কী করেছে না করেছে, আমি সেগুলো নিয়ে বলতে চাই না। তবে আমি অনেক বড় ভুল করেছিলাম রাজতীতিতে পা রেখে। আমার এটা করা উচিত হয়নি। ক্রিকেটার হিসেবে সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি। রাজনীতিতে সেটা সম্ভব নয়। এবং সেই ভুলের জন্য আমার আক্ষেপ থাকবে সব সময়।’ এসব ভুল থেকে অন্যরাও শিক্ষা নেবে বলে মনে করেন জয়সুরিয়া। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ ক্রিকেটেই থাকা উচিত বলে মত এই লঙ্কান কিংবদন্তির।
আপনার মতামত লিখুন :