বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০২:২৪ এএম

ইংল্যান্ডের লর্ডস টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০২:২৪ এএম

ইংল্যান্ডের লর্ডস টেস্ট জয়

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড। লর্ডসে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ২২ রানে জিতেছে তারা। আগামী ২৩ জুলাই দুই দলের সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ওল্ড ট্রাফোর্ডে। লর্ডস টেস্টের শেষ দিন ম্যাচ জমে ওঠে। শোয়েব বাশিরের লাফিয়ে ওঠা ডেলিভারি মাঝ ব্যাটেই খেললেন মোহাম্মদ সিরাজ। কিন্তু বিধিবাম। বল ক্রিজে পড়ে পেছনের দিকে গড়িয়ে আঘাত করল লেগ স্টাম্পে। পড়ে গেল বেলস। ভারতের শেষ উইকেটটি নিয়ে দারুণ এক জয়ে বাঁধনহারা উল্লাসে মেতে উঠল ইংল্যান্ড দল। আর হতাশায় ক্রিজে মাথা নুইয়ে বসে রইলেন সিরাজ। জাদেজার সঙ্গে সিরাজের জুটিতে লর্ডস টেস্টে অবিশ্বাস্য এক জয়ের আশা জাগিয়েছিল ভারত।

কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। সফরকারীদের ১৯৩ রানের লক্ষ্য দিয়ে ২২ রানের অসাধারণ জয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে এগিয়ে গেল বেন স্টোকসের দল। সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়াই করেন জাদেজা। তিনি যখন ক্রিজে যান, তখন ৭১ রান ৫ উইকেট নেই ভারতের। পরে দ্রুত লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দারকেও হারায় তারা। বড় পরাজয়ের শঙ্কায় পড়া দলকে চোয়ালবদ্ধ দৃঢ়তায় কক্ষপথে ফেরান জাদেজা। তাকে দারুণ সঙ্গ দেন শেষ তিন ব্যাটসম্যান নিতিশ কুমার রেড্ডি, জাসপ্রিত বুমরাহ ও সিরাজ। কিন্তু শেষ পর্যন্ত দলকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দিতে পারেননি জাদেজা। ১ ছক্কা ও ৪টি চারে ১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের আর কেউ ৪০ রানও করতে পারেননি। দিনের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে ইংল্যান্ড। ৪ উইকেটে ৫৮ রান নিয়ে খেলতে নামা প্রতিপক্ষের প্রথম সেশনেই আরও ৪ উইকেট তুলে নেয় তারা। দ্বিতীয় সেশনে জাদেজার সঙ্গে বুমরাহ ও সিরাজ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটে ইংলিশদের মুখেই। ইংল্যান্ডের হয়ে এদিন ম্যারাথন বোলিং করেন স্টোকস। প্রথম সেশনে ৯ ওভারের স্পেল করা স্বাগতিক অধিনায়ক দ্বিতীয় সেশনে করেন টানা ১০ ওভার। ইনিংসে সবচেয়ে বেশি ২৪ ওভার করে ৪৮ রানে ৩ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে তার শিকার ছিল ২ উইকেট। ব্যাট হতেও দলের জয়ে বড় অবদান রাখেন স্টোকস। দুই ইনিংসে তার রান ৪৪ ও ৩৩। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরার পুরস্কার জিতে নেন তিনি।

দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন জফ্রা আর্চারও। দুটি প্রাপ্তি ব্রাইডন কার্সের। একটি করে শিকার ধরেন ক্রিস ওকস ও বাশির। এদিন ভারত শিবিরে শুরুতেই ছোবল দেন আর্চার। দুর্দান্ত এক ডেলিভারিতে রিশাভ পান্তের অফ স্টাম্প ভেঙে দেন লম্বা সময় পর টেস্ট খেলতে নামা ইংলিশ পেসার। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে ২ ওভার পর ফিরিয়ে দেন স্টোকস। অ্যাঙ্গেলের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন ভারত ওপেনার। রিভিউ নিয়ে তাকে ফেরায় ইংলিশরা। পরের ওভারেই নিজের বলে ডান দিকে ঝাঁপিয়ে চোখধাঁধানো এক ক্যাচে ওয়াশিংটন সুন্দারকে বিদায় করেন আর্চার। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা চালান জাদেজা ও নিতিশ। নিতিশকে কটবিহাইন্ড করে তাদের প্রতিরোধ ভাঙেন ওকস। ১১২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!