সমাজসেবা অফিসের উদ্যোগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০০ রোগীকে আর্থিক সহায়তা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে মোট ৫০০ রোগীকে ৫০ হাজার টাকা করে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ১০০ রোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক রোগীদের কাছে হস্তান্তর করেন। আরও ৪০০ রোগীকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলী, সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :