নারী লিগ খেলতে ভুটানে গেলেন বাংলাদেশের আরও দুই ফুটবলার। গতকাল প্রথমবারের মতো বিদেশি লিগ খেলতে ভুটানের বিমান ধরেন তহুর খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। সম্প্রতি বাংলাদেশের এই দুই ফরোয়ার্ড এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। বাংলাদেশ নারী দল যে প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উঠেছে, এর পেছনে এ দুজনেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাছাই পর্বে তহুরা ও শামসুন্নাহার মিলে ৬ গোল করেন। ভুটান লিগে রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন তারা।
প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে যাওয়া তহুরা বেশ রোমাঞ্চিত। এই নারী ফুটবলার জানিয়ে গেলেন, ভুটান লিগে সেরা পারফরম্যান্স উপহার দিতে চান তিনি। লিগ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য অবদান রাখতে চান এ খেলোয়াড়। অন্যদিকে, শামসুন্নাহার জুনিয়রও বিদেশি লিগে প্রথম খেলবেন বলে বেশ রোমাঞ্চিত। তিনিও নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন। এ নিয়ে মোট ১২ জন বাংলাদেশি নারী ফুটবলার ভুটান লিগে খেলছেন। বর্তমানে থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। পারো এফসির হয়ে খেলছেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে আছেন ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী। এই ১২ জনের বাইরে আরও তিন ফুটবলার- শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারের সঙ্গে চুক্তি করেছে পারো এফসি। তারাও নারী লিগে খেলতে ভুটানে যাবেন। বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন কিছু নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলেছেন সানজিদা আক্তার। এরপর গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার- সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্যায়ে খেলার জন্য তাদের নিয়েছিল ভুটানের ক্লাবটি। আবার ভুটান লিগ মাতাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
আপনার মতামত লিখুন :