মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১০ এএম

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক নবিশ ওয়েন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১০ এএম

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক নবিশ ওয়েন

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। গত রোববার রাতে কিংস্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। তাদের জয়ের নায়ক নবীন ক্রিকেটার মিচেল ওয়েন। ব্যাটিং ও বোলিংয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামীকাল ২৩ জুলাই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবার মুখোমুখি হবে দুদল।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে রোমাঞ্চকর এক জয়-ই পেয়েছে অস্ট্রেলিয়া। ওয়েন মূলত ওপেনার হলেও দলের প্রয়োজনে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন। তাও আবার দল যখন ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে, সে সময়। আবার এটি ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচও। ব্যাটিংয়ে জড়সড় হয়ে থাকার মতো এত ‘উপাদান’ থাকার পরও ওয়েনের ব্যাটে দেখা গেল ভিন্ন চিত্র। যেন নিয়মিতই খেলেন, উইকেটটাও তার খুব চেনা! প্রথমবারের মতো স্যাবাইনা পার্কে খেলতে নেমে অস্ট্রেলিয়ার এ ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন ম্যাচ জেতানো এক ইনিংস।

৬ ছক্কায় ২৭ বলে ৫০ রান করে ম্যাচসেরা হয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা ওয়েন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯০ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া টপকে গেছে ৭ বল আর ৩ উইকেট হাতে রেখে। টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা ২০০ পার হওয়ার পথে ছিল। ১৮ ওভার শেষে দলটির রান ছিল ৪ উইকেটে ১৮৩, ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ার। তবে ডরশুইসের করা ১৯তম ওভারে পুরো এলোমেলো হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় বলে রাসেল, চতুর্থ বলে শারফেন রাদারফোর্ড আর ষষ্ঠ বলে জেসন হোল্ডার- চার বলের মধ্যে তিন উইকেট তুলে স্বাগতিকদের রানের গতি আটকে দেন ৩১ বছর বয়সি ডরশুইস। বাঁহাতি এ পেসার সব মিলিয়ে ৪ ওভারে নেন ৩৬ রানে ৪ উইকেট। ক্যারিবীয়দের করা ১৮৯ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়া নবম ওভারে হারায় চতুর্থ উইকেট। এরপর হাল ধরেন ওয়েন ও ক্যামেরন গ্রিন। পঞ্চম উইকেটে এ দুজন গড়েন ৮০ রানের জুটি, ফিফটিও তুলে নেন দুজনই। গ্রিন ৫ ছক্কা আর ২ চারে ৫১ রান করে আউট হওয়ার পর ওয়েন টেনে নেন আরও কিছুটা পথ। ১৭তম ওভারে আলজারি জোসেফকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করার পরের বলেই আরেকটি মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ওয়েন। ততক্ষণে জয় থেকে মাত্র ১৫ রান দূরে অস্ট্রেলিয়া, যা তুলতে কিছুটা সময় লাগলেও ম্যাচ শেষ ওভার পর্যন্ত যায়নি।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!