দুই সিরিজ আগে নিজের অফ ফর্ম আর দলের বাজে পারফরম্যান্সের কারণে কোণঠাসা ছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে দুঃসময় কাটিয়ে উঠে লিটনের চোখ এখন বিশ^কাপে দিকে। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ^কাপের দশম আসর। এই বিশ^কাপের আগে যেসব জায়গায় দলের দুর্বলতা ও ত্রুটি রয়েছে, সেই সব ভুল শোধরানোর দিকে মনোযোগ এখন লিটনের। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছু কিছু জায়গায় দলের উন্নতির কথা বললেন বাংলাদেশ অধিনায়ক। লিটন বলেন, ‘এমনিতে সফল হলেও কিছু কিছু জায়গা তো থাকবেই উন্নতির জন্য।
দল হিসেবে আমরাও জানি, আমাদের কোথায় ঘাটতি আছে। আমাদের এই সিরিজের পর কোনো খেলা নেই (অনেক দিন), আমাদের একটা বিরতি আছে। ৪০ দিন ধরে টানা খেলছি আমরা।’ তিনি আরও বলেন, ‘কিছুদিন বিরতির পর আবার আমরা ফিটনেসের ওপর মনোযোগ দেব এবং যে সুযোগ আমাদের সামনে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা কোনো সিরিজ যদি হয়, ওটাকে আমরা আবার ম্যাচে রূপান্তরের চেষ্টা করব।’ শ্রীলঙ্কা সফরের পরপরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। আগামী আগস্টে ভারত সিরিজ না হওয়ায় কিছুদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে এই বিরতিতে চাঙা হয়ে আবার মাঠে ফিরে কিছু জায়গায় উন্নতি চান লিটন। উন্নতির জায়গাগুলোর মধ্যে ডেথ ওভারের বোলিংয়ের প্রতি গুরুত্ব দিলেন তিনি।
আর ব্যাটিং নিয়ে দুর্ভাবনা তো আছেই। তবে আগামী বিশ^কাপের আগে শেষের ওভারগুলোয় বোলারদের আরও পোক্ত দেখতে চান বাংলাদেশ অধিনায়ক। লিটন বলেন, ‘গত কিছুদিন ধরে আমরা নতুন বলে খুবই ভালো বোলিং করছি। তবে বোলিং ইউনিট হিসেবে ডেথ বোলিং আরেকটু শক্তিশালী করতে হবে।
এটা আমার ধারণা এবং গোটা দলও এরকমই মনে করি। অবশ্যই ব্যাটিং তো আছেই (উন্নতির জন্য)। ভালো ব্যাটিং উইকেটে যখন টানা খেলবেন, ভালো ব্যাটিং করবেন, বোলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, মোস্তাফিজ ডেথ বোলিংয়ে কতটা বিধ্বংসী হতে পারে। তবে আরও যারা আছে, এখনো সময় আছে, এখান থেকে যদি বিশ^কাপের আগ পর্যন্ত ব্যাপারটিতে উন্নতি করতে পারি, আমার মনে হয় আমাদের দল আরও ভালো করবে।’ যদি সব ঠিকঠাক থাকে, বাংলাদেশের পরের অভিযান আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টি। বাংলাদেশের পরের দ্বিপাক্ষিক সিরিজ অক্টোবরে, দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
আপনার মতামত লিখুন :