শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:২৫ এএম

আজ সাগরিকাদের সামনে তিমুর-লেস্তে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:২৫ এএম

আজ সাগরিকাদের সামনে তিমুর-লেস্তে

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর-লেস্তে। ভিয়েনতিয়েনের নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়ার কথা। একই দিন লাওস ও দক্ষিণ কোরিয়া পরস্পরের বিপক্ষে লড়াইয়ে নামার সূচি রয়েছে।

বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তির দল তিমুর-লেস্তে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দল ১০৪তম অবস্থানে রয়েছে। আর তিমুর-লেস্তে রয়েছে ১৫৭তম অবস্থানে। র‌্যাঙ্কিংয়ে ৫৩ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশের জয় অনুমিত। তবে কত ব্যবধানে জেতে লাল-সবুজের জার্সিধারীরা, সেটিই দেখার বিষয়। প্রথম ম্যাচে তিমুল-লেস্তেকে ৯-০ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। এই দলের বিপক্ষে যদি বড় ব্যবধানে জয় তুলে নেওয়া যায়, তাহলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকবে বাংলাদেশ। তাই ম্যাচটিতে বড় জয়ের দিকেই চোখ থাকবে বাংলাদেশের মেয়েদের।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা লাওসের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফর্মের তুঙ্গে থাকা মোসাম্মৎ সাগরিকা জোড়া গোল করেন। মুনকি আক্তারও ১টি গোল করেন। এই জয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লাল-সবুজ প্রতিনিধিদের ইংলিশ কোচ পিটার বাটলার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ জিততে সব সময়ই ভালো লাগে এবং তিমুর-লেস্তের বিপক্ষে ম্যাচের আগে আমাদের জন্য পয়েন্টের খাতা খোলা গুরুত্বপূর্ণ ছিল।’ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় জয় পেয়েছে। এর আগে ১২ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছিল তারা। লাওস ম্যাচের বর্ণনা দিতে গিয়ে কোচ বাটলার বলেন, ‘সব সময়ই একটা নার্ভাস ভাব কাজ করে, ম্যাচের শুরুর দিকের সুযোগগুলো কাজে লাগাতে মন চায়। আমি মনে করি, আমরা ভালোভাবেই রক্ষণ সামলেছি। কিছু সময় ঝুঁকি ছিল, কিন্তু এটাই আমাদের খেলার ধরন। কেউ এটা পছন্দ করবে, কেউ করবে না এটাই বাস্তবতা। তবে ধীরে ধীরে সবাই এটাতে অভ্যস্ত হয়ে যাবে।’ এবারের বাছাইয়ে আট গ্রুপে ভাগ হয়ে খেলছে ৩২টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আটটি দলের সঙ্গে দ্বিতীয় হওয়া সেরা তিনটি দলও পাবে মূল পর্বের টিকিট। আগামী বছরের এপ্রিলে ১২টি দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।

বাংলাদেশ টুর্নামেন্টের মূল পর্বে খেলার লক্ষ্যে লড়ছে। যেভাবে খেলছেন সাগরিকারা, তাতে সন্তুষ্ট কোচ বাটলার। তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, এটা ওদের জন্য শেখার একটি দারুণ সময়। তবে আমি আমাদের খেলার ধরনে সন্তুষ্ট। আমার মনে হয়েছে, আমরা সত্যিই ভালো ফুটবল খেলেছি। রক্ষণভাগে আমরা আত্মবিশ্বাসী ছিলাম।

একটা অযথা গোল খেয়েছি, যেটা নিয়ে আমি হতাশ। কিন্তু সত্যি বলতে, ওরা আমাদের তেমন একটা বিপদে ফেলতে পারেনি।’ আগামী ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই কঠিন ম্যাচের আগে তিমুর-লেস্তের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় মেয়েরা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!