কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এক সন্দেহভাজন মাদক কারবারি।
গত বুধবার রাত ২টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭০০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার ৯০০ টাকা, ৮টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করি।
পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান চলবে।’
আপনার মতামত লিখুন :