জয়পুরহাটের আক্কেলপুরে কলাবাগানে বস্তায় ভরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে ছামছুর আলী খলিফা (৬০) নামের এক বৃদ্ধকে। পারিবারিক কলহের জেরে এ নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে, উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে এ ঘটনা ঘটেছে।
বিকাশ দেবনাথ নামের এক ব্যক্তির লিজ নেওয়া ওই কলাবাগানে ছামছুর আলীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল লাল স্যান্ডো গেঞ্জি ও কালো প্যান্ট। তিনি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
পরদিন (৬ আগস্ট) সকালে নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তিনি নিহতের স্ত্রী মোছা. রাশেদা বেগম ও ছেলে রাসেল খলিফাসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ‘পারিবারিক কলহের জেরে ছামছুর আলীকে নিজ বাড়িতে হত্যা করে পরে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে কলাবাগানে এনে পাতা ও লারকি দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যেন হত্যার প্রমাণ মুছে ফেলা যায়।’
ঘটনার পর থেকেই নিহতের ছেলে রাসেল খলিফা পলাতক। পুলিশ এখনো তার অবস্থান শনাক্ত করতে পারেনি।
এদিকে, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মামলার ২ নম্বর আসামি রাশেদা বেগমকে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরির সময় স্থানীয়রা শনাক্ত করে আটক করেন। পরে তাকে নওগাঁ সদর থানা পুলিশের সহায়তায় আক্কেলপুর থানায় পাঠানো হয় এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বাদী মুজাহিদ খলিফা বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে তার স্ত্রী ও ছেলে মিলে হত্যা করেছে। এরপর লাশ গুম করার জন্য কলাবাগানে এনে আগুনে পুড়িয়ে দিয়েছে।’
আক্কেলপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘হত্যা মামলার ২ নম্বর আসামি রাশেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
আপনার মতামত লিখুন :