বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। অফিস, ক্লাস, যোগাযোগ, বিনোদন কিংবা জরুরি প্রয়োজনে—সব ক্ষেত্রেই এই ডিভাইসটি অপরিহার্য। কিন্তু যদি দেখা যায়, আপনার ফোনটি চার্জ নিতে অতিরিক্ত সময় নিচ্ছে, তাহলে তা কেবল বিরক্তিকর নয়, বরং বড় কোনো সমস্যার ইঙ্গিতও হতে পারে।
জেনে নিন মোবাইল ধীরে চার্জ হওয়ার পেছনে কী কী কারণ থাকতে পারে-
নিম্নমানের চার্জার বা কেবল: যদি আপনি মোবাইলের সঙ্গে আসা মূল চার্জারটির পরিবর্তে অন্য কোনো কম মানের চার্জার ব্যবহার করেন, তাহলে চার্জিং গতি অনেকটাই কমে যেতে পারে। এমনকি ক্ষতিগ্রস্ত কেবলও এই সমস্যার অন্যতম কারণ।
চার্জিং পোর্টে ময়লা বা ধুলাবালি জমে থাকা: চার্জিং পোর্টে যদি ধুলাবালি বা লিন্ট জমে থাকে, তাহলে ভালোভাবে সংযোগ স্থাপন হয় না। ফলে চার্জ ধীরে গতি পায়।
ব্যাকগ্রাউন্ড অ্যাপসের সক্রিয়তা: চার্জ দেয়ার সময় যদি অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, তাহলে ফোন চার্জ হলেও সেই শক্তি সরাসরি ব্যাটারিতে না গিয়ে অ্যাপগুলোতেই ব্যয় হয়।
ব্যাটারি পুরনো বা দুর্বল হয়ে যাওয়া: একটি ব্যাটারির আয়ুষ্কাল সাধারণত ২–৩ বছর। এই সময়ের পর এটি চার্জ ধরে রাখার ক্ষমতা ও চার্জ নেয়ার গতি—দুটোই হারায়।
ফোন ব্যবহার করার সময় চার্জ দেওয়া: চার্জ দেয়ার সময় যদি আপনি ফোনে গেম খেলেন, ভিডিও দেখেন বা কল করেন, তাহলে চার্জিং গতি অনেকটা কমে যায়।
স্লো চার্জিং মোড চালু থাকা: কিছু ফোনে ‘স্লো চার্জিং’ বা ‘ব্যাটারি সেভার মোড’ চালু থাকলে চার্জ ধীরে হয়। এটি দেখে নিন।
আপনার মতামত লিখুন :