চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিদ্যুৎ বিতরণ বিভাগ অফিসসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল-১৯-০৬৮৭) কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইমন সাহা (২২) ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি সীতাকুণ্ড উপজেলার বড়ুয়া পাড়ার বাসিন্দা ও মৃত স্বপন সাহার ছেলে।
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ‘মোটরসাইকেলটি থানায় হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এর আগে গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে আরেকটি দুর্ঘটনায় দুই যুবক নিহত হন।
নিহতরা হলেন- মোহাম্মদ আরিফ (২৪) ও জুয়েল (২৩)। আরিফ ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার বাসিন্দা এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। জুয়েল একই এলাকার মো. হাছি মিয়ার ছেলে।
আপনার মতামত লিখুন :