ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব কুজিশহর গ্রামে গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন মা-ছেলে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ছেলে সাইদুর রহমানকে (৩৫) মৃত ঘোষণা করেন। তার মা আছমা বেগম (৫৫) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সাইদুর রহমান ওই গ্রামের আইনুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গোয়ালঘরের ফ্যানের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সাইদুর বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ছেলেকে বাঁচাতে গিয়ে মা আছমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে মা-ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইউপি সদস্য তাহেরুল ইসলাম বলেন, ‘গোয়ালঘরের বৈদ্যুতিক সংযোগে অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে।’
রুহিয়া থানার ওসি একেএম নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :