আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহার রাজ্যের রাজগিরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ হকি। কিন্তু এই এশিয়া কাপ হকি থেকে সরে দাঁড়াল পাকিস্তান। আবারও ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক রাজনৈতিক উত্তেজনার ছায়া পড়ল খেলাধুলার ওপর।
ভারত সরকারের সবুজ সংকেত থাকা সত্ত্বেও নিরাপত্তা শঙ্কা ও সরকারি অনুমোদনের জটিলতায় এশিয়া কাপ হকি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গত বুধবার (৭ আগস্ট) হকি ইন্ডিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) এশিয়ান হকি ফেডারেশনকে (এএইচএফ) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। এশিয়া কাপ হকিতে পাকিস্তান অংশ না নেওয়ায় কপাল খুলছে বাংলাদেশের! আসন্ন এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী বাংলাদেশ।
এরই মধ্যে এশিয়া কাপ খেলতে যোগাযোগ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাহফের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘আমরা এশিয়া কাপে খেলার সংকেত পাওয়ার অপেক্ষায় আছি। আশা করি, শিগগির এই ব্যাপারে সুখবর পাব। তবে আমাদের যত তাড়াতাড়ি তারা নিশ্চিত করবে, সেটি আমাদের জন্য ভালো। কারণ, প্রস্তুতির একটা ব্যাপার আছে।
ভিসা প্রসেস, বিমান টিকিট কনফার্ম করা, দল গঠন সব মিলে টুর্নামেন্টের জন্য বড় প্রস্তুতি দরকার।’ এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে ভারতীয় হকির ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘পাকিস্তান হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে, নিরাপত্তার কারণেই তারা এবারের এশিয়া কাপে খেলতে পারছে না।
আমরা এরপর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।’ জুনিয়র বিশ^কাপেও পাকিস্তান এশিয়া কাপে না খেলার প্রভাব পড়তে পারে। চলতি বছরের শেষ দিকে ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপেও পাকিস্তানের অংশগ্রহণের কথা রয়েছে। অতীতে ২০১৬ সালেও পঠানকোট ও উরি হামলার পর ভারত আয়োজিত বিশ^কাপ এড়িয়েছিল পাকিস্তান।
আপনার মতামত লিখুন :