বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট ব্যাপক জনপ্রিয় ও ব্র্যান্ডিং হয়ে উঠছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএল এখনো ব্র্যান্ড হয়ে উঠতে পারেনি। প্রতিবারই বিপিএল ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়। সর্বশেষ বিপিএলও অনেক বিতর্কের মুখে পড়েছে। দীর্ঘ এক যুগের বেশি সময় যারা বিপিএলের দায়িত্বে ছিলেন, তারা টুর্নামেন্টের উন্নয়নের চেয়ে নিজের স্বার্থের বিষয়টি বেশি দেখেছেন বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
কোনো ফ্র্যাঞ্চাইজিকে টার্মিনেট করার চেয়ে বাছাই করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। আরেকটি বিপিএলের সময় ঘনিয়ে আসছে। বিপিএলে নতুনত্ব আনার চেষ্টা করবে বিসিবি। তবে গত বছরের ৫ আগস্ট পরবর্তী বিপিএল আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছিল ক্রিকেট বোর্ড। তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই বিপিএল আয়োজন করে টিকিট বিক্রি থেকে প্রায় ১২ কোটি টাকা আয় দেখান।
অথচ দুর্বার রাজশাহী আর চিটাগং কিংস-কা- আন্তর্জাতিকভাবে ডুবিয়েছে গোটা বিপিএলের মান। এর পেছনে বোর্ড কর্তাদের সততার অভাব দেখছেন অনেকে। এ প্রসঙ্গে খালেদ মাসুদ পাইলট বলেন, ‘পেশাদারিত্বের বড় অভাব ছিল। সবাই নিজের সুবিধা খুঁজেছে। মানুষের মাঝে বাজে চিন্তা ছিল। কীভাবে সিস্টেমটা বানাব, যেন মালিকেরা লাভবান হয়। স্পনসরদের দিকে নজর ছিল, যেন বড় বড় স্পনসর পায়। আমি মনে করি, এটার ভালো একটা ভবিষ্যৎ ছিল। তবে এটার ব্র্যান্ডিংটা নষ্ট করে ফেলেছে।’
বিসিবি, ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টের অর্থ পরিশোধ না করলেও গণমাধ্যমে বড় বড় কথা বলে বেড়ান চিটাগং কিংস মালিক সামির কাদের চৌধুরী। কদিন আগে সংবাদ সম্মেলন করে বিপিএলের এমন অবস্থার দায় দিয়েছেন বিসিবিকেই। অথচ তার বেফাঁস মন্তব্য আর সংশ্লিষ্টদের অর্থ পরিশোধ না করায় ক্ষুণœ হয়েছে টুর্নামেন্টটির সম্মান। শেষ পর্যন্ত চিটাগং কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বোর্ড। পাইলট বলেন, ‘(চিটাগং কিংস) সম্পর্ক ছিন্ন করল ঠিকই, তবে এটা কিন্তু কোনো ভ্যালু তৈরি করল না।
ভ্যালুটা কিন্তু আপনি নষ্ট করে ফেলেছেন। আমি শুধু চিটাগং দলটাকে নিয়ে বলছি না, ওভার অল ভ্যালুটার কথা বলছি। আপনি এ বছর আবার এক নতুন দল নিলেন, তাতে লাভটা কি হলো? আপনি তো বিপিএলের ক্ষতি করছেন।’ বিপিএলের উন্মাদনা দেশব্যাপী ছড়িয়ে দিতে ভেন্যুর সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করেন পাইলট। তার মতে, পাশাপাশি বিপিএলের মানোন্নয়নের জন্য করপোরেট হাউসগুলো নিয়ে বসা উচিত বিসিবির।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন