ভুটানে গতকাল থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর। টুর্নামেন্টের প্রথম দিন স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জোড়া গোল করেন আলপি আক্তার। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আগামীকাল দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। চার দলের এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। আগে কখনো অনূর্ধ্ব-১৭ নারী সাফ জিতেনি তারা। এবার প্রথমবারের মতো শিরোপা জিততে চান বাংলাদেশের মেয়েরা।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ নারী দল। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোল করেন সুরভী আখন্দ প্রীতি। দূরপাল্লার শটে বক্সের মধ্যে বল পেয়ে সহজেই গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও দুটি গোল পায় বাংলাদেশ। এই অর্ধে প্রথম গোলটি করেন আলপি। বাম দিক থেকে বল পেয়ে দূরপাল্লার শটে বল জালে জড়ান এ ফুটবলার। এরপর গোলরক্ষকের ভুলে একটি গোল হজম করে বাংলাদেশের মেয়েরা। ৬২ মিনিটে মেঘা রানী বল প্রতিহত করলেও ক্লিয়ার করতে পারেননি। ফিরতি শটে গোল করেন পেমা। ৬৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে গোল করেন আলপি। জোড়া গোল পূর্ণ হয় তার। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। নারী ফুটবল বাংলাদেশের এখন সুসময় যাচ্ছে। সিনিয়র থেকে বয়সভিত্তিক দল নারী ফুটবলার একের পর এক ইতিহাস গড়ছেন। এবার অনূর্ধ্ব-১৭ দলের সামনে আরেকটি ইতিহাস হাতছানি দিচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন