চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক গাভি একসঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে। এ খবর ছড়িয়ে পড়তেই প্রান্তিক কৃষক আতিয়ার রহমানের বাড়িতে ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন।
গত ১০ আগস্ট উপজেলার ছোটদুধপাথিলা গ্রামের কৃষক মো. আতিয়ার রহমানের গাভিটি তিনটি বাছুর জন্ম দেয়। খবর শুনে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছেন বাছুরগুলো একনজর দেখতে।
দর্শনার্থীদের একজন রামনগর গ্রামের মহিবুল ইসলাম বলেন, ফেসবুকে ভিডিও দেখে চলে এসেছি। তিনটা বাছুর সুস্থ আছে, দেখতে অনেক সুন্দর।
কৃষক আতিয়ার রহমান বলেন, সাধারণত একটি গরুর একটি বা দুটি বাছুর হয়। তিনটি হবে এটা কেউ ভাবিনি। আল্লাহর রহমতে তিনটিই সুস্থ আছে এবং নিজেরাই খাবার খাচ্ছে।
আতিয়ারের স্ত্রী মজিনা আক্তার জানান, ডেলিভারির সময় আমরা পাশের গ্রামের পশু চিকিৎসক ওবায়দুলকে ডেকে আনি। প্রথমে দুটি বাছুর হওয়ার পর আধাঘণ্টা পর আরেকটি জন্ম নেয়। এখন তিনটিই ভালো আছে। আমরা যেন খাবারের ঘাটতি না হয় সেজন্য গুঁড়ো দুধ কিনে খাওয়াচ্ছি।
পশু চিকিৎসক ওবায়দুল হক বলেন, মানুষের ক্ষেত্রে একসঙ্গে তিনটি সন্তান হওয়ার ঘটনা দেখা যায়, তবে গরুর ক্ষেত্রে আমি প্রথম দেখলাম। এটা আল্লাহর নেয়ামত। তিনটি বাছুরই সুস্থ আছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন