বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১০:৪৩ এএম

নবীগঞ্জে সিএনজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ২০ কোটি টাকার ক্ষতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১০:৪৩ এএম

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ।  ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই । ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি সিএনজি, একটি বাস এবং পুরো পাম্প পুড়ে গেছে। এতে অন্তত ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন, যাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের পাইপ ছিঁড়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো পাম্পে ছড়িয়ে পড়ে। এতে গ্যাস নিতে আসা অন্তত ১০টি সিএনজি এবং বাসটি পুড়ে যায়। এ সময় পাম্পের ভেতরে থাকা কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর দগ্ধ হন। আরও চারজন সিএনজিচালক আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের সময় সিএনজি পাম্পের তিনতলায় থাকা কয়েকজন কর্মী প্রাণ বাঁচাতে নিচে লাফ দেন। এতে তারাও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে পাম্পজুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে চারপাশে আতঙ্ক তৈরি হয়। গ্যাস নিতে আসা শতাধিক গাড়ির যাত্রী ও চালক ছোটাছুটি করে নিরাপদে সরে যান।

পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, আমরা তিনতলায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে উঠে দেখি চারদিকে আগুন। প্রাণ বাঁচাতে আমরা ধানক্ষেতে লাফ দিয়ে পড়ে যাই। প্রাথমিক হিসেবে অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণ করি। ১০টি সিএনজি ও একটি বাসসহ পুরো পাম্প পুড়ে গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!