আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এর মধ্যে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে ঢাবির ক্যাম্পাসজুড়ে। ভোট দেওয়ার জন্য প্রার্থী বাছাই নিয়ে ডাকসু ভোটারদের জন্য তিন পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাবির ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ভোটারদের জন্য তিন পরামর্শ জানান তিনি।
পাঠকের সুবিধার জন্য মির্জা গালিবের পোস্টটি তুলে ধরা হলো-
ডাকসু নির্বাচন সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা আনন্দঘন পরিবেশ চলছে। আশা করি, শেষ পর্যন্ত এই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে।
ডাকসু নিয়ে আমার আলমা মাটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রী ভাই-বোনদের প্রতি কয়েকটা কথা:
এক, যারা ঠিকঠাক মতো পড়াশোনা না করে বছরের পর বছর ক্যাম্পাসে পড়ে থাকে শুধু রাজনীতি করার জন্য — তাদেরকে ভোট দিয়েন না প্লিজ। তারা নিজের জীবনের ভবিষ্যৎও জানে না, আর অন্য কারোটা গড়ার কাজেও নেতৃত্ব দিতে পারবে না।
দুই, যারা পাঁচ মিনিট কথা বললেও কথা শুরু করে অমুক-তমুক নেতার নাম স্মরণ করে — তারা যদি এই অভ্যাস না বদলায়, তাহলে তাদেরকেও ভোট দিয়েন না। যে মাথার ওপর থাকা জনৈক নেতার নাম ছাড়া কথা বলতে পারে না, সে কোনো দিনও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না। তার নিয়তিই হলো, আরেকজনের কথা শুনে চলা, আরেকজনের উদ্দেশ্য সার্ভ করা।
তিন, এক প্যানেলের সবাইকে ভোট দিয়েন না। প্রত্যেক পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েন। যে প্রার্থীর পড়াশোনা ভালো, আচার-ব্যবহার মার্জিত, সুন্দর করে কথা বলতে পারে, কথায় ও কাজে সততা বজায় রাখে, নেতৃত্বের গুণ আছে — সেই ধরনের প্রার্থীকে ভোট দিয়েন।
হ্যাপি লীগ-ফ্রি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন