ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে জাতীয় অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের বিপক্ষে উইমেন্স চ্যালেঞ্জ কাপ নামের টুর্নামেন্ট খেলে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ নারী দল। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ছেলেদের কাছে হারল নিগার সুলতানা-ফাহিমা খাতুনরা। অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে মাত্র ৯৪ রানে অলআউট হয়েছে তারা। বিকেএসপির তিন নম্বর মাঠে গতকাল বুধবার অনূর্ধ্ব-১৫ দলের জয় পায় ৮৭ রানে। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে ছেলেদের দল।
পরে রান তাড়া করতে নেমে ৩৮ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যান নিগার, ফাহিমা, মুর্শিদা খাতুনরা। ম্যাচে দুই দলের কোনো ব্যাটারই ফিফটি করতে পারেননি। অনূর্ধ্ব-১৫ দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক বায়েজিদ বোস্তামি। ২ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন ইনিংসের শেষ বলে আউট হওয়া ব্যাটার। এ ছাড়া ৩ নম্বরে নামা আফজাল হোসেনের ব্যাট থেকে আসে ৪৪ রান। আর কেউ ২৫ রানও করতে পারেননি। নারী দলের পক্ষে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।
রান তাড়ায় শুরু বেশ ভালো করে নিগারের দল। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করে ফেলেন ইশমা তানজিম ও শারমিন সুলতানা। ১৬ রান করে ইশমা আউট হওয়ার পর নামে ধস। মাত্র ৪৪ রানের মধ্যে ১০ উইকেট হারিয়ে ফেলে তারা। দলের সর্বোচ্চ ২০ রান করেন শারমিন। রানের খাতাই খুলতে পারেননি নিগার। সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ১৫ রান। এ ছাড়া ১১ রানে অপরাজিত থাকেন রিতু মনি। আলিমুল ইসলাম আদিব নেন ৩ উইকেট।
ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য মূলত আয়োজন করা হয়েছে এই চ্যালেঞ্জ কাপ। যেখানে বিসিবি লাল দল ও বিসিবি সবুজ দলে ভাগ হয়ে খেলছেন দেশের নারী ক্রিকেটাররা। আর টুর্নামেন্টের তৃতীয় দল অনূর্ধ্ব-১৫ দল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন