আবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এলেন কেশব মহারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তার রেকর্ড গড়া বোলিংয়ের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। গতকাল বুধবার আইসিসির প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন মহারাজ (৬৮৭ রেটিং পয়েন্ট)। টপকে গেছেন তিনি শ্রীলঙ্কান মাহিশ থিকশানা (৬৭১ রেটিং পয়েন্ট) ও ভারতের কুলদিপ ইয়াদাভকে (৬৫০ রেটিং পয়েন্ট)। কেয়ার্নসে মঙ্গলবার অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারানোর পথে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন মহারাজ। ১০ ওভারের টানা স্পেলে ৩৩ রান খরচায় ৫ শিকার ধরেন তিনি। ম্যাচের সেরা ওই পারফরম্যান্সে একটি রেকর্ডেও নাম লেখান মহারাজ।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনার তিনি। ২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠেছিলেন মহারাজ। ওই বছরের ডিসেম্বরে সবশেষ শীর্ষে ছিলেন তিনি। এরপর থেকে অবশ্য সেরা পাঁচের মধ্যেই ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ পেসার জেডেন সিলস ১৭ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। আর পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদের উন্নতি ১৮ ধাপ, আছেন ৪৩তম স্থানে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার। ৫০ ছোঁয়া ইনিংস খেলে মার্করাম (২১তম) চার ধাপ ও বাভুমা (২৩তম) পাঁচ ধাপ এগিয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার ম্যাচে ৮৮ রান করেন মিচেল মার্শ। ছয় ধাপ এগিয়ে এখন ৫২তম স্থানে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের শেই হোপের উন্নতি দুই ধাপ, অবস্থান সপ্তম। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে আগের মতো সবার ওপরে ভারতের শুবমান গিল। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিও বিবেচনায় এসেছে এবারের হালনাগাদে। বিধ্বংসী ফিফটি করে ৯ ধাপ এগিয়ে শ্রীলঙ্কার কুসাল পেরেরার সঙ্গে যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। চার ধাপ উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার মার্শের (২৫তম)। তার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলের অগ্রগতি ১০ ধাপ, অবস্থান ৩০তম। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের যথারীতি শীর্ষে ভারতের আভিশেক শার্মা। আর বোলারদের তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। অস্ট্রেলিয়ার দুই পেসার ন্যাথান এলিস ও জশ হেজেলউডের অগ্রগতি হয়েছে বোলারদের র্যাঙ্কিংয়ে। এলিস তিন ধাপ এগিয়ে এখন নবম স্থানে। আর দুই ধাপ উন্নতি করে হেজেলউড আছেন ১৮ নম্বরে। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে যথারীতি চূড়ায় ভারতের হার্দিক পান্ডিয়া।