ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পাকিস্তানের আকাশে ভারতীয় বিমানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৩:০০ পিএম
ছবি- সংগৃহীত

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। সে হিসেবে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারতীয় এয়ারলাইন্স পরিচালিত কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে ভারতীয় মালিকানাধীন বা ভাড়া করা সামরিক ও বেসামরিক বিমানও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।’

গত ২৩ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে পাকিস্তান প্রথম এক মাসের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ফলে ভারতীয় বিমান সংস্থার উড়োজাহাজগুলো পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারেনি। এর এক সপ্তাহ পর গত ৩০ এপ্রিল ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানি উড়োজাহাজ ও এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পরবর্তীতে ২৩ মে প্রথমবার এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়। এবার দ্বিতীয়বারের মতো এর মেয়াদ বাড়ানো হলো।