ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নভেম্বরে ভারত সফরে আসছেন মেসিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৭:৪০ এএম

আগামী নভেম্বরে ভারত সফরে আসছে বিশ^কাপ জয়ী আর্জেন্টিনা দল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে ভারতের কেরালায় প্রীতি ম্যাচ খেলতে এলেও এখনো লিওনেল মেসিদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। এএফএর ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে সফরে বের হবে আর্জেন্টিনা ফুটবল দল। আগামী ৬ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবে আর্জেন্টিনা দল।

সেখানে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। এরপর ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ও ভারতের কেরালা সফর করবেন লিওনেল মেসিরা। অ্যাঙ্গোলায় ও ভারতে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়নি। তবে টিওয়াইসি স্পোর্টস আগস্টের শুরুতে প্রকাশিত সেই প্রতিবেদনে প্রতিপক্ষ দলের নামও জানিয়েছিল। যুক্তরাষ্ট্রে মেসিরা মেক্সিকোর মুখোমুখি হবেন বলে জানানো হয়েছিল। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছিল, অ্যাঙ্গোলায় মেসিকে নিয়ে আর্জেন্টিনা দল অ্যাঙ্গোলা জাতীয় দলের মুখোমুখি হবে বলে নিশ্চিত করেছেন আফ্রিকার দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফের্নান্দো আলভেস সিমোয়েস।

যদিও এএফএ তখন এসবের কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, যেমন এখনো প্রতিপক্ষ দল নিশ্চিত হয়নি। যুক্তরাষ্ট্র, অ্যাঙ্গোলা ও ভারত সফরে যাওয়ার আগে সেপ্টেম্বরে বিশ^কাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বিশ^ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে এএফএ। ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে স্বাগতিক হয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মাঝখানে চার দিন বিরতির পর ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে শেষ ম্যাচে ইকুয়েডরে গিয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০ দলের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কোচ লিওনেল স্কালোনির দল আগেই ২০২৬ বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, মেসিদের কেরালা সফরে প্রীতি ম্যাচের ভেন্যু হতে পারে কোচি। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আদবুরাহিমান আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন, ‘২০২৫ সালের নভেম্বরে কেরালায় খেলবেন বিশ^ চ্যাম্পিয়ন মেসি ও তার দল।’ এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা। কলকাতায় তখন ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।