ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ভালো প্রস্তুতি নিয়েছে অনূর্ধ্ব-২৩ দল: মিশু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৭:৪১ এএম

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বাহরাইনের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। শুক্রবার রাতে দ্বিতীয় প্রীতি ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৪-২ গোলে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। যদিও প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। ম্যাচটি ক্লোজড ডোর হওয়ায় ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দুই দল। তবে জানা যায়, বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মিরাজুল ইসলাম।

বাহরাইনের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছিল। গতকাল বাফুফের পাঠানো ভিডিও বার্তায় অনূর্ধ্ব-২৩ দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু জানালেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।’ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল বাহরাইন থেকে ঢাকায় ফেরার কথা আজ রবিবার। ঢাকায় কয়েক দিন অনুশীলন করে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ভিয়েতনামে রওনা হওয়ার কথা বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল দলটির।

ঢাকা থেকে কিউবা মিচেল আর ফাহমিদুল ইতালি থেকে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। বাফুফে এবারই প্রথম অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আগে কখনো এই দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে বিদেশে ক্যাম্প ও ম্যাচ খেলানো হয়নি। বাইরাইনের বিপক্ষে খেলার পর এবার মূল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ দলকে। ৩, ৬ ও ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ  ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ সরাসরি মূল আসরে জায়গা করে নেবে।