বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৫০ এএম

অক্টোবরে প্রীতি ম্যাচ - থাইল্যান্ডের বিপক্ষে খেলবেন ঋতুপর্ণারা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৫০ এএম

ম্যাচ

ম্যাচ

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। এই টুর্নামেন্ট সামনে রেখে আগামী অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ২৫ ও ২৮ অক্টোবর থাইল্যান্ডে হবে ম্যাচ দুটি। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গতকাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অক্টোবর নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলব। এটা চূড়ান্ত হয়েছে।

নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি। এজন্য ভিয়েতনাম অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি।’ থাইল্যান্ডে ম্যাচ খেলে নারী দল যাবে জাপানে। সেখানে সপ্তাহ তিনেক অনুশীলন করবেন ঋতুপর্ণারা। কিরণ বলেন, ‘জাপানে আমরা কোনো ম্যাচ খেলব না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দুটি ম্যাচ খেলব।

এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ খেলতে পারি অথবা নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে, সেখানে খেলে অস্ট্রেলিয়া যেতে পারি। অনূর্ধ্ব-২০ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছরের মার্চে। সিনিয়র দলের সঙ্গে অনূর্ধ্ব ২০ দলের খেলোয় ড়েরাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে।’ একসময় বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে অনকে দেশই খেলতে চাইত না। এখন বাংলাদেশের র‌্যাঙ্কিং ১০৩। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশই সবচেয়ে বেশি উন্নতি করেছে, যা ফিফা বিশেষভাবে আলোকপাত করেছে।

এর পরও নাকি কিরণকে যোগাযোগ করেই উইন্ডোর দল ঠিক করতে হয়, ‘সত্যিকার অর্থে বলতে গেলে ব্যক্তিগত যোগাযোগেই দল ঠিক হচ্ছে। আমার সঙ্গে অনেক দেশের পরিচয়। আগে তাদের সভাপতি, সেক্রেটারির সঙ্গে আলাপ করি। এরপর অফিসকে আনুষ্ঠানিক চিঠি দিতে বলি। র‌্যাঙ্কিংয়ে প্রভাব এখনো পড়েনি, তবে অবশ্যই সামনে পড়বে।’ ১ সেপ্টেম্বর থেকে বাফুফের মিশন অস্ট্রেলিয়া শুরু হওয়ার কথা ছিল। সেটা সপ্তাহ দুয়েক পিছিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘পিটার (কোচ) আসতে আসতে সেপ্টেম্বরের মাঝামাঝি। আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করব। সেই ক্যাম্প বাফুফে ভবনে হবে না। হোটেল বা অন্য কোথাও হতে পারে। তবে অনুশীলন ভেন্যু বসুন্ধরা কিংস কিংবা জাতীয় স্টেডিয়ামে হবে।’ বাফুফে নারীদের জন্য যে পরিকল্পনা নিয়েছে, এতে কয়েক কোটি টাকা বাজেট প্রয়োজন। বাফুফের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। নারীদের এশিয়া কাপ মিশনে আর্থিক দিক নিয়ে তেমন চিন্তা করছেন না কিরণ, ‘বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আমার এ নিয়ে আলোচনা হয়েছে। আর্থিক বিষয়ে সমস্যা হবে না তিনি বলেছেন।’

বাংলাদেশে নারী ফুটবল লিগ অনিয়মিত। চলতি বছরের ১৫ ডিসেম্বর লিগ শুরুর কথা জানিয়েছেন কিরণ। এই লিগে অংশগ্রহণ করার জন্য ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে খেলার জন্য অনুরোধ করেছেন নারী উইংয়ের প্রধান। একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নারী দল গঠনে আগ্রহ প্রকাশ করেছে। এটা আগামী কয়েক দিন পর তিনি প্রকাশ করবেন বলে জানান। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের কমিটি প্রায় ১০ মাস পার করেছে। এই সময়ের মধ্যে এখনো নারী ফুটবল কমিটি পূর্ণাঙ্গ হয়নি। কমিটির চেয়ারম্যান কিরণই একা দায়িত্ব পালন করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!