সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:২০ এএম

সিরিজ জয় নিশ্চিত করতে চান লিটনরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:২০ এএম

সিরিজ জয় নিশ্চিত  করতে চান লিটনরা

প্রত্যাশা অনুুযায়ী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছেন লিটন দাসরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে তারা। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবার পরস্পরের মুখোমুখি হবে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিতে চায় টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।

গত ম্যাচে ব্যাটিং ও বোলিংÑ দুই বিভাগেই সমান তালে জ¦লে উঠেছেন স্বাগতিকরা। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নেদারল্যান্ডস। এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজের প্রথম ম্যাচে যে চেহারায় দেখা যাওয়ার কথা লিটনদেরÑ অনুমিতভাবে সেই রুদ্ররূপটাই ধারণ করলেন তারা। বিশেষ করে তিন ক্রিকেটার ম্যাচের আলো কাড়লেন। অধিনায়ক লিটন দাস ব্যাটিংয়ে ছন্দে ফিরেছেন। ২৯ বলে তার অপরাজিত ৫৪ রানের ইনিংসটিই জানান দিচ্ছে যে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ তিনি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজেকে যেন ফিরে পেতে শুরু করেছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টায় থাকবেন বাংলাদেশ অধিনায়ক লিটন। অন্যদিকে, প্রায় দুই বছর পর আড়ালে থাকা সাইফ হাসান টি-টোয়েন্টি দলে ফিরেই যে পারফরম্যান্স প্রদর্শন করলেন, সেটি বাংলাদেশের জন্য বড় আনন্দদায়ক ব্যাপার। এশিয়া কাপের দলে তাকে যে কারণে জায়গা দিলেন নির্বাচকরা, তা নেদারল্যান্ডস সিরিজে হাতেনাতে দেখিয়ে দিলেন সাইফ। টেস্ট ক্রিকেটার হিসেবে জাতীয় দলে তার আবির্ভাব হয়েছিল। এরপর টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার। কিন্তু দুই ফরম্যাটের কোনোটিতেই সুবিধা করতে পারেননি সাইফ। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখেই কিনা নিজেকে বদলে ফেললেন এই ক্রিকেটার! ব্যাটিং ও বোলিংয়ে প্রতিশ্রুতিশীল পারফরম্যান্স উপহার দিলেন সাফই। ১৯ বলে ৩৬ রানের যে ম্যাচজয়ী ইনিংস খেলেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান, সেখানে তার ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল অত্যন্ত আকর্ষণীয়। জেনুইন টি-টোয়েন্টি ব্যাটসম্যান সাইফকে দেখা গেছে।

টপ অর্ডারে যারা ব্যাটিং করেন, তাদের সাধারণত বোলিং করতে দেখা যায় না। তবে সাইফের ক্ষেত্রে ব্যাপারটি ব্যতিক্রম। বোলিংও করেন এই ক্রিকেটার। ম্যাচে ২ ওভার বোলিং করে ১৮ রানে ২ উইকেট নেন সাইফ। অলরাউন্ড পারফরম্যান্স করে প্রত্যাশা বাড়িয়ে দিলেন এই তরুণ। লিটন ও সাইফের পর তাসকিনের স্বরূপে ফেরাটাও বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক ব্যাপার। ২৮ রানে তার ৪ উইকেট শিকার বার্তা দিচ্ছেÑ সামনে আরো ভয়ংকর তাসকিনকে দেখা যাবে। তবে রান কিংবা উইকেট পাওয়ার আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বাংলাদেশ। লিটনদের কাছে ভালো খেলার বিষয়টিই বেশি প্রাধান্য পাচ্ছে। আজ ভালো ক্রিকেট খেলেই এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের তাড়না থাকবে তাদের।

অন্যদিকে, সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে ডাচদেরও। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে তাদের। সেটি কাজে লাগিয়ে সিরিজে ফেরার চেষ্টা থাকবে সফরকারীদের। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে এসেছে তারা। বাংলাদেশকে হারিয়ে চমক দেওয়ার পণ ডাচদের মধ্যে।

রূপালী বাংলাদেশ

Link copied!