ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

কোয়াবের নির্বাচন না করার ব্যখ্যা দিলেন তামিম

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:১১ এএম
তামিম

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম গতকাল ক্রিকেটারদের মেলায় পরিণত হয়েছিল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনে অংশ নেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা। এই নির্বাচনে ভোট দিতে সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। কোয়াবের সভাপতি পদে তার নির্বাচন করার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত সরে দাঁড়াননি তামিম। কেন নির্বাচন করেননি, সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আপনারাও জানেন, আমি কী কারণে (কোয়াব নির্বাচনে) আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন।’ তামিমের ইঙ্গিতটা বিসিবির নির্বাচনের দিকেই।

বিসিবির পরিচালক বা সভাপতি হয়ে গেলে স্বার্থের সংঘাতের কারণেই তার পক্ষে আর কোয়াবের কমিটিতে থাকা সম্ভব হতো না। যদিও অতীতে এই রীতি মানার নজির নেই। কোয়াবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় শুধু সভাপতি পদেই। সভাপতি হওয়ার লড়াই করেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। বাকি ১০টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সভাপতি নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদ ছেড়ে দেন। এরপর সেলিম শাহেদের অধীনে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানেই হয় এবারের নির্বাচন।

তামিমের বিশ্বাস, কোয়াব পরিচালনায় এখনো কিছু ভুলভ্রান্তি থেকে গেলেও ভবিষ্যতে সেগুলো দূর হবে। তিনি বলেন, ‘এখানে অনেক কিছু আছে, যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, অমন হতে পারত। আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচনটা হয়ে যাক, কমিটি হয়ে যাক। তারপর তাদের হাতে দুই বছর সময় থাকবে। এর মধ্যে সব সিস্টেমেটিকভাবে করে ফেলতে হবে। এখন পর্যন্ত খুব ভালো লাগছে।’